নওগাঁ জেলায় বিলের সংখ্যা ও নামসমূহ

বিল কাকে বলে?

বিল একধরণের নিম্নভূমি যেখানে বর্ষা মৌসুমে পানি জমা হয়। কিন্তু, শুষ্ক মৌসুমে অধিকাংশ স্থানে সেই পানি থাকে না। বর্ষা মৌসুমে বিলে মানুষজন নৌকাযোগে চলাচল করে। শুষ্ক মৌসুমে উক্ত একালাসমূহে চাষাবাদ হয়ে থাকে।

নওগাঁ জেলাধীন সকল উপজেলাতেই বিল রয়েছে। উক্ত বিলের সংখ্যা ও নামসমূহ নিচে দেওয়া হল:

নওগাঁর দিঘলী বিলে যাত্রীসমেত ইঞ্জিনচালিত নৌকা
গন্তব্যে ছেড়ে যাবার অপেক্ষায় নওগাঁর দিঘলী (তালতলি) বিলে যাত্রীসমেত একটি ইঞ্জিনচালিত নৌকা দেখা যাচ্ছে।

রাণীনগর উপজেলা

বিলের সংখ্যা: ১১ টি

বিলসমূহের নাম: বিল রাজাপুর, হামিদপুর বিল, বিল খড়লা, বিল সিম্বা, যমুনী- ফতেপুর বিল, উজানিগঙ্গা, পয়নাখাল, রক্তদহবিল, বদ্ধজলমহাল, বড়ব্রীজজলকর ও চলন বিলের কিয়দংশ।

আত্রাই উপজেলা

বিলের সংখ্যা: ২ টি

বিলসমূহের নাম: বিল কালিকাপুর ও চলন বিলের কিয়দংশ।

ধামুইরহাট উপজেলা

বিলের সংখ্যা: ৩ টি

বিলসমূহের নাম: ঘুকশী বিল, সাতবিলা, রসুল বিল ।

নওগাঁর দিঘলী (তাল তলী) বিলের সূর্যাস্তের দৃশ্য।
সূর্যাস্তের সোনালী আভায় আলোকিত নওগাঁ দিঘলী (তালতলী) বিলের নির্মল সৌন্দর্য।

নওগাঁ উপজেলা

বিলের সংখ্যা: ৪ টি

বিলসমূহের নাম: বিল পাকুরিয়া, গুটার বিল, দিঘলী বিল, বিল মনছুর।

নিয়ামতপুর উপজেলা

বিলের সংখ্যা: ৪ টি

বিলসমূহের নাম: ছাতড়া বিল, হরিপুর বিল, চাপড়া বিল, বিল বাগডোব।

পত্নীতলা উপজেলা

বিলের সংখ্যা: ১ টি

বিলসমূহের নাম: ঘুকশী বিল

পোরশা উপজেলা

বিলের সংখ্যা: ৬ টি

বিলসমূহের নাম: বিল পোরশা, গাইনোর বিল, হাতিখোচা বিল, বিল কৃষ্ণসদা, বড় মির্জাপু রবিল, রোকনপুর বিল।

বদলগাছি উপজেলা

বিলের সংখ্যা: ১৩ টি

বিলসমূহের নাম: কালনা বিল, কার্ত্তিকা বিল, চেংগা বিল, কাতলামারী বিল, বালার বিল, হাস্তার বিল, বড়বিলা, ঘুকশী বিল, সাতবিলা, পাঁচঘড়িয়া বিল, বিল নড়াইল, নহেলাকাষ্টগাড়ী, মানন্দা বিল।

মহাদেবপুর উপজেলা

বিলের সংখ্যা: ১ টি

বিলসমূহের নাম: সাতবিলা

মান্দা উপজেলা

বিলের সংখ্যা: ১৪ টি

বিলসমূহের নাম: বিল মান্দা, উত্রাইল, আন্ধাসুরা, বিলা পবনি, মাউন্দাকোলা বিল, কুরকুটি, জবনি, চককসবা, চকখেপা, বিল হিল্লা, বিল মহানগর, সারিল্যা, কচুয়া, মাদিলা।

সাপাহার উপজেলা

বিলের সংখ্যা: ১ টি

বিলসমূহের নাম: জবই বিল

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.